Wednesday, January 28, 2015

মানুষ আগের মতো নাই..

দিনকাল পাল্টে গেছে, এখন আর মানুষ আগের মতো নাই।
মওলানা ধরনের মানুষের দিকে এখন আর আগের মতো ভয়-মিশ্রিত শ্রদ্ধার চোখে কেউ তাকায় না। মওলানাও যে বিবেচনায় রাখার মতো একজন,
কেউ তাও বোধহয় মনে করে না। ছল্টুফল্টু ভাবে।

-- হুমায়ূন আহমেদ (এই মেঘ, রৌদ্র-ছায়া)

0 comments:

Post a Comment