Friday, January 9, 2015

অতীতকে বদলানো যায় না..

যখন তুমি কোন ভুল করে ফেল,
তখন এর পিছনে বেশি সময় ব্যায় করো না।
ভুলের পিছনের কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তাকাও।
ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে।
অতীতকে বদলানো যায় না,
কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে।


-- হিউ হোয়াইট

0 comments:

Post a Comment